মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১২৩
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : চারটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১২৩. তাঁর থেকে আরো বর্ণিত। নবী (ﷺ) বলেন, পিতা-মাতার অবাধ্য সন্তান, সব সময় মদ পানকারী ব্যক্তি, দান করে খোটাদানকারী এবং জারজ সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না।
كتاب آفات اللسان
باب ما جاء في الرباعيات
وعنه أيضا (2) عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا ولد زنية
হাদীসের ব্যাখ্যা:
প্রতারণা, কৃপণতা এবং দানের প্রচার তিনটি মন্দ অভ্যাস। এগুলো মানুষকে জান্নাতের রাস্তা থেকে দূরে নিয়ে যায়। জান্নাতী মানুষের লক্ষণ হল যিনি মানুষের কল্যাণ করেন এবং অন্যের জন্য এমন জিনিস পসন্দ করেন, যা নিজের জন্য পসন্দ করেন। প্রতারক মানুষের লোকসান করে এবং নিজের জন্য যা অপসন্দ করে তা অন্যের জন্য পসন্দ করে। জান্নাতী ব্যক্তি দানশীল। আল্লাহর পথে দান-খয়রাত করে সর্বদা তিনি আল্লাহর সন্তুষ্টি হাসিল করেন। কিন্তু কৃপণ ব্যক্তি মনে করে আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে সম্পদ হ্রাস পাবে। জান্নাতী ব্যক্তি দান-খয়রাত গোপনে করেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সাহায্য-সহযোগিতা করেন। তিনি কখনো তার দান-খয়রাতের প্রচার করেন না। ইহসান বা অনুগ্রহ প্রচারক ব্যক্তি আল্লাহর সন্তষ্টির জন্য মানুষের উপকার করে না। সে মানুষের বাহবা কুড়ানো ও সম্মান লাভের জন্য দান-খয়রাত, সাহায্য-সহযোগিতা করে, আল্লাহর রাব্বুল আলামীন এ ধরনের কাজ খুব অপসন্দ করেন এবং যে কাজ তাঁর জন্য করা হয়নি তিনি তার প্রতিদান দিবেন না। তাই প্রতারক, কৃপণ এবং ইহসান প্রচারক জান্নাতে প্রবেশ করবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)