মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১২২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : চারটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১২২. 'আবদুল্লাহ ইব্‌ 'আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অন্যের তালাক দেয়া নারীকে বিবাহ করা বৈধ নয়। কোন ব্যক্তির জন্য অপর ব্যক্তির বিক্রয় প্রস্তাবের উপর প্রস্তাব দেয়া বৈধ নয়, যতক্ষণ না সে তার প্রস্তাব ফিরিয়ে নেয়। আর তিন ব্যক্তি কোন মরুভূমিতে একত্রে অবস্থান করলে, তাদের মধ্যে থেকে একজনকে অবশ্যই ইমাম বানাতে হবে। আর তিন ব্যক্তি এক সাথে কোন মরুভূমিতে অবস্থান করলে, একজনকে বাদ দিয়ে দু'জন কান পরামর্শ করা বৈধ নয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الرباعيات
عن عبد الله بن عمرو (8) أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل أن ينكح المرأة بطلان أخرى ولا يحل لرجل أن يبيع على بيع صاحبه حتى يذره (9) ولا يحل لثلاث نفر يكونون بأرض فلاة الا أمروا عليهم أحدهم (10) ولا يحل لثلاثة نفر يكونون بأرض فلاة يناجي اثنان دون صاحبهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান