মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১২১
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : চারটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১২১. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তির সুপারিশ আল্লাহর বিধানের পরিপন্থী হয়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল, যে ব্যক্তি ঋণ পরিশোধ না করে মারা যায়, তার দীনার ও দিরহাম আখিরাতে কোন কাজে আসবে না বরং তার নেক আমলসমূহ পাওনাদারকে দিয়ে দেয়া হবে (নেক আমল দ্বারা ঋণ পরিশোধ না হলে, ঋণদাতার খারাপ আমলগুলো ঋণগ্রহীতাকে দেওয়া হবে)। যে ব্যক্তি জেনে শুনে কোন বাতিল বিষয় নিয়ে বিতর্ক করে, সে তা বন্ধ ও তাওবা না করা পর্যন্ত আল্লাহর অসন্তোষের মধ্যে বিরাজ করে। যে ব্যক্তি কোন মুমিন সম্পর্কে এমন কথা বলে, যেটা তার মধ্যে নেই, ঐ কথা প্রত্যাহার না করা পর্যন্ত আল্লাহ্ তাকে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পুঁজ, রক্ত ও ঘামের মধ্যে বাস করাবেন।
كتاب آفات اللسان
باب ما جاء في الرباعيات
عن ابن عمر (3) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حالت شفاعته دون حد من حدود الله عز وجل فقد ضاد الله في أمره (4) ومن مات وعليه دين فليس بالدينار ولا بالدرهم ولكنها الحسنات والسيئات (5) ومن خاصم في باطل وهو يعلمه لم يزل في سخط الله حتى ينزع (6) ومن قال في مؤمن ما ليس فيه اسكنه الله ردغه الخبال (7) حتى يخرج مما قال