মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১২০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : চারটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১২০. ইবন 'আব্বাস (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সৎকাজের নির্দেশ দেয় না এবং অসৎ কাজে বাধা দেয় না, সে আমাদের দলভুক্ত নয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الرباعيات
عن ابن عباس (2) يرفعه الى النبي صلى الله عليه وسلم قال ليس منا من لم يوقر الكبير ويرحم الصغير ويأمر بالمعروف وينهى عن المنكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান