মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১২৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : চারটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১২৪. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম (ﷺ) আমাকে বলেন, হে আলী! উত্তমরূপে অযু করবে, যদি তা কঠিনও হয়, সাদাকার মাল খাবে না, (কারণ বনী হাশিমের জন্য সাদাকা খাওয়া হারাম), গাধা দিয়ে ঘোটকারী পাল দেবে না, এবং গণকদের সাথে ওঠাবসা করবে না।
كتاب آفات اللسان
باب ما جاء في الرباعيات
عن علي رضي الله عنه (3) قال لي النبي صلى الله عليه وسلم يا علي اسبغ الوضوء وان شق عليك ولا تأكل الصدقة (4) ولا تنز الحمير على الخيل ولا تجالس أصحاب النجوم
tahqiqতাহকীক:তাহকীক চলমান