মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১৩
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১১৩. আবূ মূসা আশয়ারী (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হলো, সব সময় মদপানকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং যাদুতে বিশ্বাসকারী। যে ব্যক্তি মদপান করা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ্ তাকে 'গুতা', নামক নদী থেকে পান করাবেন। তাকে প্রশ্ন করা হয়েছিল: 'গুতা' নামক নদী কি? তিনি বলেন, যিনাকারী মহিলাদের স্ত্রীলিঙ্গ থেকে যে ময়লা প্রবাহিত হবে, জাহান্নামীদেরকে যার দুর্গন্ধ কষ্ট দেবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن أبي موسى الأشعري (2) أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة مدمن خمر وقاطع رحم ومصدق بالسحر ومن مات مدمنا للخمر سقاه الله عز وجل من نهر الغوطة قيل وما نهر الغوطة؟ قال نهر يجري من فروج المومسات (3) يؤذي أهل النار ريح فروجهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান