মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১১৪. আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ধরনের লোকদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদেরকে পাক পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি বলেন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! এরা তো চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা কারা? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এ কথাটি তিনবার উল্লেখ করে এরপর বললেন, তারা হলো, টাখনুর নিচে কাপড় পরিধানকারী, মিথ্যা অথবা অন্যায় শপথ করে জিনিসপত্র বিক্রয়কারী আর উপকার করে খোঁটাদানকারী।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن أبي ذر (4) قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا يزكيهم ولهم عذاب اليم قال قلت يا رسول الله من هم خسروا وخابوا قال فاعاده رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات قال المسبل (5) والمنفق سلعته (6) بالحلف الكاذب أو الفاجر (7) والمنان
tahqiqতাহকীক:তাহকীক চলমান