মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১১২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১১২. ছাকীফ গোত্রের এক লোক থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তিনটি জিনিসের জন্য অনুমতি প্রার্থনা করেছিলাম। তিনি সেগুলোর কোনটারই অনুমতি দেননি। আমরা আমাদের পূর্বে ইসলাম গ্রহণকারী ক্রীতদাস আবূ বাকরা (রা) কে আমাদের নিকট ফেরত দেয়ার প্রার্থনা করেছিলাম। তিনি বললেন, না, (তাকে ফেরত দেয়া যাবে না) সে আল্লাহর নিকট স্বাধীন এবং তাঁর রাসূলের নিকটও স্বাধীন। তারপর আমরা আমাদের দেশে অধিক শীতের কারণে পানি ছাড়া পবিত্রতা অর্জনের অনুমতি প্রার্থনা করেছিলাম, কিন্তু তিনি তারও অনুমতি দেননি। আর আমরা তাঁর নিকট কদুর পাত্র ব্যবহার করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি তা ব্যবহারের অনুমতি দেননি। (কারণ তারা এ পাত্রে মদ তৈরী করতো, যাতে মাদকতা বৃদ্ধি পায়।)
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن رجل من ثقيف (11) قال سألنا رسول الله صلى الله عليه وسلم عن ثلاث فلم يرخص لنا في شيء منهن سألناه أن يرد الينا ابا بكرة وكان مملوكا واسلم قبلنا فقال لا هو طليق الله ثم طليق رسول الله صلى الله عليه وسلم ثم سألناه أن يرخص لنا في الشتاء وكانت أرضنا أرضا باردة يعني في الطهور فلم يرخص لنا (12) وسألناه أن يرخص لنا في الدباء (1) فلم يرخص لنا فيه