মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১০৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১০৫. 'আবদুল্লাহ ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। তারা হলো, সব সময় মদপান কারী, মাতা-পিতাকে কষ্ট দানকারী এবং দায়স অর্থাৎ এমন স্বামী যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার স্বীকৃতি দেয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن عبد الله بن عمر (2) ان رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث (3) الذي يقر في أهله الخبث