মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১০৪. ছাওবান (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, অনুমতি ব্যতিত কোন মুসলমান ব্যক্তির জন্য অন্য ব্যক্তির ঘরের অভ্যন্তরে দৃষ্টি দেওয়া বৈধ নয়। যদি কেউ অনুমতি ছাড়া দৃষ্টি দেয়, তাহলে যেন অনুমতি ছাড়াই তার ঘরে প্রবেশ করলো। কোন ইমাম যেন সালাতে কোন দু'আ নিজের জন্য নির্দিষ্ট করে না করে। যদি সে তা করে, তাহলে সে খিয়ানত করবে। কেউ পায়খানা অথবা পেশাব থেকে হালকা না হয়ে তা আটক রেখে নামায পড়বে না কারণ এতে নামাযের একাগ্রতা নষ্ট হয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن ثوبان (11) عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يحل لامرئ من المسلمين أن ينظر في جوف بيت امرئ حتى يستأذن فإن نظر فقد دخل (12) ولا يؤم قوما فيختص نفسه بدعاء دونهم فإن فعل فقد خانهم (13) ولا يصلي وهو حقن (1) حتى يخفف
tahqiqতাহকীক:তাহকীক চলমান