মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১০৬. তার থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আল্লাহ্ কিয়ামতের দিন তাদের প্রতি তাকাবেন না। তারা হলো, পিতা- মাতার নাফরমান সন্তান, পুরুষদের বেশ ধারণ ও অনুকরণকারী নারী ও দায়ূস অর্থাৎ এমন স্বামী যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার স্বীকৃতি দেয়। আর তিন ব্যক্তির প্রতি আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না তারা হলো, পিতা-মাতার অবাধ্য সন্তান, সব সময় মদপানকারী এবং উপকার করে খোঁটা দানকারী ব্যক্তি।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
وعنه أيضا (4) قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يدخلون الجنة ولا ينظر الله اليهم يوم القيامة العاق والديه والمرأة المترجلة المتشبهة بالرجال والديوث وثلاث لا ينظر الله اليهم يوم القيامة العاق بوالديه والمدمن الخمر والمنان بما أعطى
tahqiqতাহকীক:তাহকীক চলমান