মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৯৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
৯৯. রুয়াইফি ইব্‌ন ছাবিত আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে রুয়াইফি! সম্ভবত: তোমার হায়াত দীর্ঘ হবে। তখন তুমি মানুষকে সংবাদ দিবে, যে ব্যক্তি তার দাঁড়িতে গিট দিবে, অথবা গলায় তাবিজ লটকাবে, অথবা পশুর বিষ্ঠা অথবা হাড় দিয়ে ইস্তিনযা মলমূল ত্যাগের পর পবিত্রতা অর্জন) করবে, নিশ্চয় মুহাম্মদ (ﷺ) তার থেকে দায়মুক্ত। অন্য শব্দে মুহাম্মদ (ﷺ)-এর উপর যা কিছু নাযিল, হয়েছে, তার সাথে তার কোন সম্পর্ক নেই।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن رويفع بن ثابت الانصارب (1) قال قال رسول الله صلى الله عليه وسلم يا رويفع لعل الحياة ستطول بك فأخبر الناس أنه من عقد لحيته (2) أو تقلد وترا أو استنجى برجيع دابة أو عظم فإن محمد صلى الله عليه وسلم منه بريء (وفي لفظ) فقد برئ بما أنزل على محمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান