মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
৯৮. আবু শুরায়হ খুযা'ঈ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তাকে হত্যা করতে উদ্যত ব্যক্তি ব্যতীত কাউকে হত্যা করে, অথবা যে ব্যক্তি ইসলামের সম্প্রদায় থেকে জাহিলী যুগের রক্তের প্রতিশোধ গ্রহণ করে। অথবা যে নিদ্রাকালে তার চোখে দেখেছে বলে দাবী করে, অথচ সে তা দেখেনি, অর্থাৎ তার স্বপ্ন মিথ্যা, এরা আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত ও অহংকারী ব্যক্তি বলে গণ্য।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن أبي شريح الخزاعي (7) أن رسول الله صلى الله عليه وسلم (8) قال إن من أمتي الناس على الله عز وجل من قتل غير قاتله أو طلب بدم الجاهلية من أهل الاسلام أو بصر عينيه في النوم مالم تبصر