মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
৯৭. সাহাল (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ্ কিছু সংখ্যক বান্দার সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে তাকাবেন না। তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা কারা? তিনি বলেন, তারা হলো- যে ব্যক্তি তার পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি তার সন্তান থেকে মুখ ফিরিয়ে নেয় আর যে ব্যক্তিকে কোন কাওমের লোকেরা দান করে, তখন সে তাদের দান অস্বীকার করে এবং তাদের থেকে বিমুখ ফিরিয়ে নেয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن سهل عن أبيه (6) عن النبي صلى الله عليه وسمل انه قال ان لله عبادا لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر اليهم قيل له من اولئك يا رسول الله؟ قال متبر من والديه راغب عنهما ومتبر من ولده وجل أنعم عليه قوم فكفر نعمتهم وتبرأ منهم