মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১০০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলবে, যা আমি বলিনি, তার স্থান হবে দোযখে। যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের কাছে পরামর্শ চায়, আর সে যদি তাকে সঠিক পরামর্শ না দেয়, তাহলে সে তার সাথে খিয়ানত করলো, আর যে ব্যক্তি দলিল ছাড়া ফতোয়া দেয়, ফতোয়া গ্রহণকারীর গুনাহ যত ফতোয়াপ্রদানকারীর উপর র্বতাবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن أبي هريرة (3) قال قال رسول الله صلى الله عليه وسلم من تقول علي مالم أقل فليتبوأ مقعده من النار ومن استشاره أخوه المسلم فأشار عليه بغير رشد (4) فقد خانه ومن أفتى بفتيا غير ثبت فإنما إثمه على من أفتاه
tahqiqতাহকীক:তাহকীক চলমান