মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮১
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: লাবীদ ও উমাইয়া ইব্ন আবু সলতের কবিতা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৮১. ইব্ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উমাইয়া তাঁর কিছু কবিতায় সত্য কথা বলেছে। সে বলেছে: একটি লোক, আর ঐ লোকের ডান পায়ের নীচে একটি ষাড় এবং তার অন্য পায়ের নীচে একটি পাখি। আর একটি বাঘ ঘাপটি মেরে আছে। (অর্থাৎ যারা আরশ বহন করে আছে তাদের চেহারা বিভিন্ন রকমের।) তখন রাসূল (ﷺ) বললেন, সে সত্য বলেছে। উমাইয়া ইবতে সালত আরো বলেছেন, "সূর্য প্রতি রাতের শেষে লাল হয়ে দেখা দেয় তারপর গোলাপী রং ধারণ করে; সে নিজে নিজেই উদিত হয় না, সে ভয় করে যে, উদিত হলে তাকে শাস্তি অথবা বেত্রাঘাত করা হবে। তখন রাসূল (ﷺ) বললেন, সে সত্য বলেছে।
كتاب آفات اللسان
باب ما جاء في شعر لبيد وأمية بن أبي الصلت
عن ابن عباس (5) أن النبي صلى الله عليه وسلم صدق أمية في شيء من شعره فقال رجل وثور تحت رجل يمينه ... والنسر للاخرى وليث مرصد (6) فقال النبي صلى الله عليه وسلم صدق (7) وقال: والشمس تطلع كل آخر ليلة ... حمراء يصبح لونها يتورد تأتي فما تطلع لنا في رسلها (8) ... الا معذبة وإلا تجلد فقال النبي صلى الله عليه وسلم صدق