মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: লাবীদ ও উমাইয়া ইব্ন আবু সলতের কবিতা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৮২. 'আমর ইবন শারীদ (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে উমাইয়া ইবন আবিস সালতের কবিতা থেকে আবৃত্তি করার কথা বললেন, তখন আমি তাকে এক শত পংক্তি আবৃত্তি করে শুনালাম, প্রতিটি পংক্তির শোনবার পর তিনি বলতেন, আরো শুনাও। শেষ পর্যন্ত আমি একশত পংক্তি সমাপ্ত করি। তিনি বলেন, সে তো প্রায় মুসলমান হয়েই গিয়েছিল।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, শারীদ বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর বাহনের পিছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, উমাইয়া ইব্ন আবি সালতের কোন কবিতা কি তোমার জানা আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমাকে আবৃত্তি করে শুনাও। তখন আমি তাকে পংক্তি আবৃত্তি করে শুনাতে লাগলাম। যখন আমি কবিতার পংক্তি আবৃত্তি করছিলাম, তখন তিনি আমাকে বলছিলেন, আরো শুনাও। অবশেষে আমি একশত পংক্তি আবৃত্তি করলাম। এরপর নবী করিম (ﷺ) চুপ হলেন এবং আমি ও চুপ থাকলাম।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, শারীদ বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর বাহনের পিছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, উমাইয়া ইব্ন আবি সালতের কোন কবিতা কি তোমার জানা আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমাকে আবৃত্তি করে শুনাও। তখন আমি তাকে পংক্তি আবৃত্তি করে শুনাতে লাগলাম। যখন আমি কবিতার পংক্তি আবৃত্তি করছিলাম, তখন তিনি আমাকে বলছিলেন, আরো শুনাও। অবশেষে আমি একশত পংক্তি আবৃত্তি করলাম। এরপর নবী করিম (ﷺ) চুপ হলেন এবং আমি ও চুপ থাকলাম।
كتاب آفات اللسان
باب ما جاء في شعر لبيد وأمية بن أبي الصلت
عن عمرو بن الشريد عن أبيه (1) أن رسول الله صلى الله عليه وسلم استنشده من شعر أمية بن أبي الصلت قال فانشده مائة قافية قال فلم أنشده شيئا الا قال إيه إيه (2) حتى اذا استفرغت من مائة قافية قال كاد أن يسلم (وعنه من طريق ثان) (3) قال قال الشريد كنت ردفا لرسول الله صلى الله عليه وسلم فقال لي أمعك من شعر أمية ابن أبي الصلت شيء؟ قلت نعم فقال انشدني فانشدته بيتا فلم يزل يقول لي كلما أنشدته بيتا إيه حتى انشدته مائة بيت قال ثم سكت النبي صلى الله عليه وسلم وسكت