মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: শরীয়তের কল্যাণে কবিতা জায়েয
৭৯. 'আবদুল্লাহ ইব্ন 'আমর ইবন 'আস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, যদি আমি 'তিরয়াক' (এক প্রকার হারাম দ্রব্য মিশানো ঔষধ) পান করি, তাবিজ লটকাই অথবা নিজের পক্ষ থেকে বানিয়ে কবিতা আবৃত্তি করি, তাহলে আমি কি নিয়ে এসেছি, আর কি জন্য এত কষ্ট করছি এগুলোর কোন মূল্যই রইলো না।
كتاب آفات اللسان
باب ما يجوز من الشعر لمصلحة شرعية
عن عبد الله بن عمرو بن العاص (6) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما أبالي ما أتيت (7) وما ركبت اذا انا شربت ترياقا وتعلقت تميمة أو قلت الشعر من قبل نفسي