মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: শরীয়তের কল্যাণে কবিতা জায়েয
৭৮. ইব্ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন কোন কবিতায় অবশ্যই প্রজ্ঞাপূর্ণ কথা থাকে, কোন কোন বক্তৃতায় যাদু রয়েছে, অন্য শব্দে কোন কোন কথায় যাদু রয়েছে।
كتاب آفات اللسان
باب ما يجوز من الشعر لمصلحة شرعية
عن ابن عباس (3) قال قال رسول الله صلى الله عليه وسلم أن من الشعر حكما (4) ومن البيان سحرا (5) وفي لفظ وان من القول سحرا