মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মিথ্যা অপবাদ আরোপ করা এবং এ ব্যাপারে কঠোরতা সম্পর্কে
৩৯. 'উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে সে জাহান্নামে যাবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب على رسول الله صلى الله عليه وسلم والتغليظ في ذلك
عن عمر بن الخطاب رضي الله عنه (5) أن رسول الله صلى الله عليه وسلم قال من كذب علي فهو في النار