মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৪০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মিথ্যা অপবাদ আরোপ করা এবং এ ব্যাপারে কঠোরতা সম্পর্কে
৪০. 'উছমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন হাদীস বর্ণনা করতে আমি ঐ সময় পর্যন্ত বিরত থাকি, যতক্ষণ না আমি তা সবচেয়ে বেশী মনোযোগ সহকারে শ্রবণ করি। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে, যা আমি বলিনি, তার স্থান হবে জাহান্নামে।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে মিথ্যা কথা বলে, তার বাসস্থান হবে জাহান্নামে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب على رسول الله صلى الله عليه وسلم والتغليظ في ذلك
عن عثمان بن عفان رضي الله عنه (6) قال ما يمنعني أن أحدث عن رسول الله صلى الله عليه وسلم أن لا أكون أوعى أصحابه عنه ولكني اشهد لسمعته يقول من قال علي ما لم أقل فليتبوأ (7) مقعده من النار وقال حسين أوعى صحابته عنه (وعنه من طريق ثان) (8) قال قال رسول الله صلى الله عليه وسلم من تعمد علي كذبا فليتبوأ بيتا في النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪০ | মুসলিম বাংলা