মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: মিথ্যা বলা বৈধ হওয়া সম্পর্কে
৩৮. হুমায়দ ইব্‌ন 'আবদুর রহমান ইবন 'আউফ (রা) থেকে বর্ণিত। তার মা উম্মে কুলসুম বিনতে 'উকবা (রা) রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে আপস–মীমাংসা করে দেয় আর তা করতে গিয়ে সে কোনও ভালো কথা কানে লাগায় বা ভালো কথা বলে, সে মিথ্যুক নয়, উম্মে কুলসুম (রা) বলেন, আমি তাঁকে কখনও মানুষকে চতুরতা অবলম্বন করার অনুমতি দিতে শুনিনি, তবে তিনি তিনটি ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। আর তা হলো, যুদ্ধের ব্যাপারে, মানুষের মাঝে বিবাদ মিটিয়ে সন্ধি ও শান্তি স্থাপনে এবং স্বামী স্ত্রীর সাথে ও স্ত্রী স্বামীর সাথে কথাবার্তায়।
উম্মে কুলসুম বিনতে 'উকবা (রা) হিজরতকারী দলের অন্তর্ভুক্ত ছিলেন, যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে বায়'আত গ্রহণ করেছিলেন।
كتاب آفات اللسان
فصل فيما يباح من الكذب
عن حميد بن عبد الرحمن بن عوف أن أمه أم كلثوم بنت عقبة أخبرته أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس الكذاب الذي يصلح بين الناس فينمى خيرا أو يقول خيرا (1) وقالت لم أسمعه يرخص في شيء مما يقول الناس (2) إلا في ثلاث في الحرب والاصلاح بين الناس وحديث الرجل امرأته وحديث المرأة زوجها وكانت أم كلثوم بنت عقبة (3) من المهاجرات (4) اللاتي بايعن رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান