মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: মিথ্যা বলা বৈধ হওয়া সম্পর্কে
৩৭. আসমা বিনতে ইয়াযিদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে খুতবায় বলতে শুনেছেন, হে ঈমানদারগণ! তোমরা কি একের পর এক মিথ্যার পথ অবলম্বন করবে? যেভাবে পঙ্গপাল একের পর এক আগুনে ঝাঁপিয়ে পড়ে। আদম সন্তানের সমস্ত মিথ্যা লিখে রাখা হয়, তবে তিনটি ব্যতিত। তাহলো, কোন ব্যক্তি তার স্ত্রীকে খুশী করার জন্য মিথ্যা বলা, যুদ্ধে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে মিথ্যা বলা এবং দু'জন মুসলমান ব্যক্তির মাঝে বিবাদ মিটিয়ে শান্তি স্থাপনের জন্য মিথ্যা বলা।
كتاب آفات اللسان
فصل فيما يباح من الكذب
عن أسماء بنت يزيد (3) أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب يقول يا أيها الذين آمنوا ما يحملكم على أن تتابعوا في الكذب كما يتتابع الفراش في النار كل الكذب يكتب على ابن آدم إلا ثلاث خصال رجل كذب على امرأته ليرضيها أو رجل كذب في خديعة حرب أو رجل كذب بين أمرأين مسلمين ليصلح بينهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৭ | মুসলিম বাংলা