মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মিথ্যাবাদী বিশণে বিশেষিত মানুষের আলোচনা
৩৬. তিনি আরো বর্ণনা করেন সবচেয়ে মিথ্যাবাদী মানুষ হলো শিল্পীগণ।
كتاب آفات اللسان
فصل منه في ذكر أناس اتصفوا بالكذب
وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم قال أكذب الناس الصناع