মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মিথ্যাবাদী বিশণে বিশেষিত মানুষের আলোচনা
৩৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, সবচেয়ে মিথ্যাবাদী অথবা সর্ব নিকৃষ্ট মিথ্যাবাদী মানুষ কাপড়ে রংকারী ও অলংকার নির্মাতারা।
كتاب آفات اللسان
فصل منه في ذكر أناس اتصفوا بالكذب
عن أبي هريرة (2) عن النبي صلى الله عليه وسلم قال أكذب الناس أو من أكذب الناس الصواغون والصباغون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৫ | মুসলিম বাংলা