মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মিথ্যা বলার প্রতি ভীতি প্রদর্শন
৩৪. আসমা বিনতে 'উমায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমাদের মধ্যে কেউ তার ইচ্ছে থাকা সত্ত্বেও বলে যে, আমার ইচ্ছে নেই। এটা কি মিথ্যা বলে গণ্য হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অবশ্যই মিথ্যাকে মিথ্যাই লেখা হবে। এমনকি ছোট মিথ্যাকেও ছোট মিথ্যা হিসাবে লেখা হবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب
عن أسماء بنت عميس (1) قالت قلت يا رسول الله إن قالت أحدانا لشيء تشتهيه لا اشتهيه يعد ذلك كذبا؟ قال إن الكذب يكتب كذبا حتى تكتب الكذيبة كذيبة