মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২১
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : গীবত ও অপবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
২১. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম, তখন মৃতদেহের দুর্গন্ধের বাতাস বইতে ছিল। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা কি জান, এটা কিসের দুর্গন্ধ? এটা হলো যারা মু'মিনদের গীবত করে, তাদের দুর্গন্ধ।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الغيبة والبهت
عن جابر بن عبد الله (1) قال كنا مع النبي صلى الله عليه وسلم فارتفعت ريح جيفة منتنة فقال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما هذه الريح؟ هذه ريح الذين يغتابون المؤمنين