মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : গীবত ও অপবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
২০. রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম 'উবায়দ (রা) থেকে বর্ণিত যে, দু'জন মহিলা রোযা রেখেছিল। তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের এখানে দু'জন মহিলা রোযা রেখেছে, কিন্তু পানির পিপাসায় তারা মৃত্যুর কাছাকাছি পৌঁছেছে। রাসূলুল্লাহ (ﷺ) তার এ কথা শুনে চুপ করে থাকলেন। তিনি চুপ থাকার কারণে সে পুনরায় কথাটি বললো। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, যখন ব্যক্তিটি রাসূলুল্লাহ (ﷺ)-কে খবর দিয়েছিল, তখন দুপুরের কঠিন গরমের সময় ছিল। সে বললো, হে আল্লাহ্ নবী! তারা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছেছে। তিনি বললেন, তাদেরকে ডাক। যখন তারা আসলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললে একটি গ্লাস অথবা বড় একটি পাত্র নিয়ে আসা হলো। তিনি তাদের একজনকে বললেন, তুমি বমি কর। তখন সে পুঁজ, রক্ত, ইত্যাদি বমি করলে পাত্রের অর্ধেক ভরে গেল। তারপর দ্বিতীয় ব্যক্তিকে বললো, তার জন্য একটি পাত্র আনা হয় এবং সে তাতে রক্ত, পুজ ও টাটকা মাংস ইত্যাদি বমি করে, ফলে পাত্র ভরে যায়। তারপর তিনি বলেন, এরা দু'জন আল্লাহ্ জন্য বৈধ রোযা রেখেছে, কিন্তু তারা আল্লাহর হারাম করা জিনিস দ্বারা ইফতার করেছে এবং তারা পরস্পর বসে মানুষের মাংস ভক্ষণ করেছে, অর্থাৎ গীবত করেছে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الغيبة والبهت
عن عبيد مولى رسول الله صلى الله عليه وسلم (6) ان امرأتين صامتا وأن رجلا قال يا رسول الله ان هاهنا امرأتين قد صامتا وانهما قد كادتا أن تموتا من العطش فأعرض عنه أو سكت ثم عاد (قال الراوي) وأراه قال بالهاجرة قال يا نبي الله انهما والله قد ماتتا أو كادتا أن تموتا قال ادعهما قال فجاءتا قال فجيئي بقدح أوعس فقال لاحداهما قيئي فقاءت قيحا أو دما وصديدا ولحما حتى قاءت نصف القدح ثم قال للأخرى قيئي فقاءت من قيح ودم وصديد ولحم عبيط وغيره حتى ملأت القدح ثم قال ان هاتين صامتا عما احل الله وافطرتا على ما حرم الله عز وجل عليهما جلست إحداهما إلى الأخرى فجعلتا يأكلان لحوم الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০ | মুসলিম বাংলা