মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : গীবত ও অপবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
১৯. আবূ হুযায়ফা (রা) থেকে বর্ণিত। একদা 'আয়েশা (রা) রাসূল (ﷺ)-এর নিকট সফিয়্যা বিনতে হুয়াই-এর খাটো হওয়ার বিষয় উল্লেখ করেন। তখন নবী করিম (ﷺ) বলেন, তুমি তার গীবত করলে।
অন্য বর্ণনায় আছে আবূ হুযায়ফা (রা) থেকে বর্ণিত। 'আয়েশা (রা) বলেন, আমি নবী কারিম (ﷺ) কে এক ব্যক্তির অবস্থা নকল করে দেখালাম। তিনি বললেন, আমাকে এ পরিমাণ সম্পদ দেয়া হলেও কারো অবস্থা নকল করা আমাকে আনন্দ দেয় না। 'আয়েশা (রা) বলেন; আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! সফিয়্যা তো বেঁটে স্ত্রীলোক, এ বলে তিনি তা হাতের ইশারায় দেখালেন। তখন নবী করিম (ﷺ) বললেন, তুমি তোমার আমল মিশিয়ে দিয়েছ, অন্য বর্ণনায় তুমি তোমার আমলকে এমন একটি কথার সাথে মিশিয়ে দিয়েছ, যা সাগরের পানিতে মিশিয়ে দেয়া হলে উক্ত পানি দুষিত করে ফেলবে।
অন্য বর্ণনায় আছে আবূ হুযায়ফা (রা) থেকে বর্ণিত। 'আয়েশা (রা) বলেন, আমি নবী কারিম (ﷺ) কে এক ব্যক্তির অবস্থা নকল করে দেখালাম। তিনি বললেন, আমাকে এ পরিমাণ সম্পদ দেয়া হলেও কারো অবস্থা নকল করা আমাকে আনন্দ দেয় না। 'আয়েশা (রা) বলেন; আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! সফিয়্যা তো বেঁটে স্ত্রীলোক, এ বলে তিনি তা হাতের ইশারায় দেখালেন। তখন নবী করিম (ﷺ) বললেন, তুমি তোমার আমল মিশিয়ে দিয়েছ, অন্য বর্ণনায় তুমি তোমার আমলকে এমন একটি কথার সাথে মিশিয়ে দিয়েছ, যা সাগরের পানিতে মিশিয়ে দেয়া হলে উক্ত পানি দুষিত করে ফেলবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الغيبة والبهت
عن أبي حذيفة (1) أن عائشة رضي الله عنها حكت امرأة (2) عند النبي صلى الله عليه وسلم ذكرت قصرها فقال النبي صلى الله عليه وسلم قد اغتبتها (ومن طريق ثان) (خط) (3) عن أبي حذيفة ايضا عن عائشة رضي الله عنها قالت حكيت للنبي صلى الله عليه وسلم رجلا فقال ما يسرني أني حكيت رجلا وان لي كذا وكذا (4) قالت فقلت يا رسول الله ان صفية امرأة وقال بيده (يعني الراوي) كأنه يعني قصيرة فقال (أي النبي صلى الله عليه وسلم) لقد مزحت (وفي لفظ لقد تكلمت) بكلمة لو مزج بها ماء البحر مزجت