মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : গীবত ও অপবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
২২. আসমা বিনতে ইয়াযিদ (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তি গীবত করা থেকে তার ভাইয়ের গোশত রক্ষা করে, তার বিনিময়ে আল্লাহর দায়িত্ব হলো তাকে দোযখ থেকে মুক্ত করা।
ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে ব্যক্তি কোন মুমিন সম্পর্কে এমন কথা বলে, যেটা তার মধ্যে নেই, আল্লাহ্ তাকে দোযখবাসীদের শরীর থেকে নির্গত রক্ত ও পুঁজের মাঝে বসবাস করাবেন, যতক্ষণ না সে তওবা করে তার কথা প্রত্যাহার করে নেয়।
ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে ব্যক্তি কোন মুমিন সম্পর্কে এমন কথা বলে, যেটা তার মধ্যে নেই, আল্লাহ্ তাকে দোযখবাসীদের শরীর থেকে নির্গত রক্ত ও পুঁজের মাঝে বসবাস করাবেন, যতক্ষণ না সে তওবা করে তার কথা প্রত্যাহার করে নেয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الغيبة والبهت
عن أسماء بنت يزيد (2) عن النبي صلى الله عليه وسلم قال من ذب عن لحم أخيه في الغيبة كان حقا على الله أن يعتقه من النار (عن ابن عمر) (3) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قال في مؤمن ما ليس فيه أسكنه الله ردغة الخبال حتى يخرج مما قال