মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৭৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : স্বামী-স্ত্রী মনীব ও খাদেমের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করার প্রতি ভীতি প্রদর্শন
১৭৪. আবু হুরায়রা (রা) আরো বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন নারী যেন কোন স্বামীর নিকট তার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব না দেয়, যাতে তার পাত্রে যা আছে, তা সে নিয়ে নিতে পারে। তার রিযিকের দায়িত্ব আল্লাহর উপর।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفريق بين المرء وزوجه والخادم وسيده
وعنه أيضا (5) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسأل المرأة طلاق أختها لتكتفئ ما في إنائها فإن رزقها على الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান