মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৭৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : স্বামী-স্ত্রী মনীব ও খাদেমের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করার প্রতি ভীতি প্রদর্শন
১৭৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন গোলামকে তার মনিবের খিদমত করার প্রতি বিতৃষ্ণ সৃষ্টি করে, সে আমার পথ ও শরীয়তের বিধান অনুসরণ করে না। আর যে ব্যক্তি স্ত্রীকে স্বামীর প্রতি বিতৃষ্ণ করে, সে আমার অনুসরণ করে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفريق بين المرء وزوجه والخادم وسيده
عن أبي هريرة (2) قال قال رسول الله صلى الله عليه وسلم من خبب خادما (3) على أهلها فليس منا (4) ومن أفسد امرأة على زوجها فليس هو منا