মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৭৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : স্বামী-স্ত্রী মনীব ও খাদেমের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করার প্রতি ভীতি প্রদর্শন
১৭৫. 'আবদুল্লাহ ইব্ন বুরাইদা (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমানতের ব্যাপার শপথ করে, সে আমার পথ ও শরীয়তের বিধান অনুসরণ করে না। আর যে ব্যক্তি কোন ব্যক্তির স্ত্রী অথবা তার গোলামকে তার প্রতি বিতৃষ্ণ করে, সে আমার পথ অনুসরণ করে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفريق بين المرء وزوجه والخادم وسيده
عن عبد الله بن بريدة عن أبيه (6) قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من حلف بالأمانة (7) ومن خبب امرئ زوجته أو مملوكه فليس منا