মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৩২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: সম্পদশালী হওয়ার লালসা থেকে ভীতি প্রদর্শন
১৩২. আব্দুল মালিক ইব্ন আবূ বকর ইবন আব্দুর রহমান ইবন হারিছ ইব্ন হিশাম (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন সাহাবী থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে, অচিরেই এমন অবস্থার সৃষ্টি হবে, যখন নিম্ন শ্রেণীর লোকেরা দুনিয়ার সম্পদের মালিক হয়ে যাবে। আর তখন উত্তম ব্যক্তি হবে ঐ মুমিন ব্যক্তি, যে তার দুটি ঘোড়া অথবা উট নিয়ে থাকা যথেষ্ট মনে করবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغنى مع الحرص
عبد الملك بن أبي بكر (3) بن عبد الرحمن ابن الحارث بن هشام عن أبيه عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم (4) قال يوشك أن يغلب على الدنيا (5) لكع بن لكع وأفضل الناس مؤمن بين كريمتين (6) لم يرفعه