মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৩৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: সম্পদশালী হওয়ার লালসা থেকে ভীতি প্রদর্শন
১৩৩. আবু সা'ঈদ খুদরী (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা মূসা (আ) বলেন, হে আমার রব! আপনি আপনার কাফির বান্দাকে এত প্রচুর সম্পদ দিলেন (এর কারণ কি?) তখন তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে বলা হল, হে মূসা! এটা আমি তার জন্য তৈরি করে রেখেছি। তখন মূসা (আ) বললেন, হে আমার রব! আপনার 'ইজ্জত ও সম্মানের শপথ করে বলছি, দুনিয়ার যা কিছু আছে, তা যদি সবই তাকে দেয়া হয়, তারপরও যদি তার এ পরিণতি হয়, তাহলে আমি বলবো, সে কোনদিন কোন কল্যাণ লাভ করেনি।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغنى مع الحرص
عن أبي سعيد الخدري (7) عن النبي صلى الله عليه وسلم ان موسى قال أي رب عبدك الكافر توسع عليه في الدنيا قال فيفتح له باب من النار فيقال يا موسى هذا ماأعددت له فقال موسى أي رب وعزتك وجلالك لو كانت له الدنيا منذ خلقته الى يوم القيامة وكان هذا مصيره كان لم ير خيرا قط
tahqiqতাহকীক: