মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৩১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: সম্পদশালী হওয়ার লালসা থেকে ভীতি প্রদর্শন
১৩১. হারিছা ইবন নু'মান (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কারও কিছু ছেড়ে দেয়া উট থাকে, তারপরও সে নামাযের জামা'য়াতে উপস্থিত হয়। তারপর তার ছেড়ে দেয়া উঠের সংখ্যা এত অধিক হয় যে, তার জন্য এগুলোর রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। তখন সে বলতে থাকে: আমি যদি আমার এ উটগুলোর জন্য এ ঘাসের এলাকা থেকে অধিক ঘাস পূর্ণ এলাকা বেছে নিতাম, তাহলে ভাল হতো। এভাবে সে দূরে যেতে যেতে সে শুধু জুমার নামাযে উপস্থিত হতে থাকে। তারপর তার উটের সংখ্যা আরো বেড়ে যাওয়ার কারণে সে বলতে থাকে: যদি আমি আমার উটের জন্য আরো অধিক ঘাষের এলাকায় যেতে পারতাম। তাহলে ভাল হতো! এভাবে সে ঘাসের পিছনে পড়ে অনেক দূর চলে যায়। তারপর সে জুমা ও জামায়াতে কোনটাতেই উপস্থিত হতে পারে না। তখন আল্লাহ্ তার অন্তরে মোহর মেরে দেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغنى مع الحرص
عن حارثة بن النعمان (3) قال قال رسول الله صلى الله عليه وسلم يتخذ أحدكم السائمة (4) فيشهد الصلاة في جماعة فتتعذر عليه سائمته (5) فيقول لو طلبت لسائمتي مكانا هو أكلا من هذا فيتحول ولا يشهد إلا الجمعة فتتعذر عليه سائمته فيقول لو طلبب لسائمتي مكانا هو أكلا من هذا فيتحول (1) فلا يشهد الجمعة ولا الجماعة فيطبع على قلبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান