মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৩০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: সম্পদশালী হওয়ার লালসা থেকে ভীতি প্রদর্শন
১৩০. আবু হাসবা (রা) অথবা ইবন হাসবা (রা) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি রাসূলের (ﷺ) খুতবা প্রদানের সময় উপস্থিত ছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি জান, ফকীর কে? তারা বললো, ফকীর হলো যার কোন সম্পদ নেই। রাসূল (ﷺ) বললেন, আসল ফকীর হলো- ঐ ব্যক্তি, যার সম্পদ আছে, এরপর সে মৃত্যুবরণ করলো, কিন্তু তার সম্পদ থেকে সে অগ্রিম কিছুই পাঠায়নি, অর্থাৎ সে তার মাল আখিরাতের উপকারে ব্যবহার করেনি।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغنى مع الحرص
عن أبي حصبة أو أبي حصبة (2) عن رجل شهد رسول الله صلى الله عليه وسلم يخطب فقال أتدرون ما الصعلوك؟ قالوا الذي ليس له مال قال النبي صلى الله عليه وسلم الصعلوك كل الصعلوك الصعلوك كل الصعلوك الذي له مال فمات ولم يقدم منه شيئا