মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১২২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১২২. আবূ বাকরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) একটি সম্প্রদায়ের নিকট আসলেন, যারা উন্মুক্ত তলোয়ার নিয়ে অনুশীলন করছিল, তখন তিনি বললেন, যে ব্যক্তি এভাবে অনুশীলন করে, আল্লাহ তাকে অভিসম্পাত দেন, অথবা তিনি বলেন, আমি কি এ কাজ করতে নিষেধ করিনি? তারপর বললেন, তোমাদের কেউ যখন তার তলোয়ার কোষমুক্ত করে, সে যেন এর প্রতি লক্ষ্য রাখে। আর যদি সে তা তার ভাইকে হস্তান্তর করে, তবে সে যেন তা কোষবদ্ধ করে তাকে হস্তান্তর করে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن أبي بكرة (7) قال اني رسول الله صلى الله عليه وسلم على قوم يتعاطون سيفا مسلولا فقال لعن الله من فعل هذا أو ليس قد نهيت عن هذا؟ ثم قال اذا سل احدكم سيفه فنظر اليه فأراد ان يناوله اخاه فليغمده ثم يناوله اياه