মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১২৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১২৩. 'আবদুর রহমান ইবন আবু লায়লা (রা) থেকে বর্ণিত যে, রাসূলের (ﷺ) সাহাবীগণ বলেছেন, তারা রাসূলের সাথে কোন এক সফরে যাত্রা করেন, তাদের মধ্যে একজন নিদ্রা গেল। তখন তাদের কেউ, যার সাথে তীর ছিল, সে তার নিকট গেল এবং তীরটি গ্রহণ করলো। এরপর লোকটি যখন জাগ্রত হলো, তখন সে শঙ্কিত হলো। এ অবস্থা দেখে লোকেরা হাসতে লাগলো, সে বললো, তোমরা কেন হাসছো? তারা বললো, আমরা তো কেবল তীরটি হাতে নিয়েছিলাম, তাতে তুমি ঘাবড়ে গেলে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন মুসলমানের জন্য অন্য কোন মুসলমানকে ভয়ভীতি দেখানো বৈধ নয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن عبد الرحمن بن أبي ليلى (8) قال حدثنا اصحب رسول الله صلى الله عليه وسلم انهم كانوا يسيرون مع رسول الله صلى الله عليه وسلم في مسير فنام رجل منهم فانطلق بعضهم إلى كبل معه فأخذها فلما استيقظ الرجل فزع فضحك القوم فقال ما يضحككم؟ فقالوا لا الا انا اخذنا نبل هذا ففزع فقال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم ان يروع (9) مسلما