মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১২১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১২১. আবূ সিরমা (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলমানের ক্ষতি করবে, আল্লাহ্ তার ক্ষতি করবেন, আর যে ব্যক্তি কাউকে কষ্ট দেবে, আল্লাহ্ তাকে কষ্টে ফেলবেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن أبي صرمة (4) عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من ضار (5) اضر الله به ومن شاق (6) شق الله عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান