মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৯৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৯৬. রিফায়া আল্-ফিতয়ানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুখতারের নিকট প্রবেশ করলাম। তিনি আমাকে একটি বালিশ প্রদান করলেন এবং বললেন, যদি আমার ভাই জিব্রাইল (আ) এ মুহূর্তে আমার নিকট থেকে উঠে চলে না যেতেন, তাহলে বালিশটি আমি তোমাকে প্রদান করতাম না। তিনি বলেন, আমার ইচ্ছে হলো আমি গর্দানে আঘাত করি। কিন্তু তখন 'আমর ইবনুল হামাক (রা)-এর বর্ণিত একটি হাদীস আমার স্মরণ হলো, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে মুমিন অন্য কোন মুমিন থেকে তার জীবনের নিরাপত্তা লাভ করে, এরপর সে তাকে হত্যা করে, তাহলে হত্যাকারী থেকে আমি দায়মুক্ত।
তাঁর দ্বিতীয় বর্ণনায় আছে, তিনি বলেন, আমি মুখতারের মাথার পাশে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে ছিলাম, যখন আমি তার মিথ্যা সম্পর্কে জানতে পারলাম, তখন আমি ইচ্ছে করলাম তলোয়ার দিয়ে তার ঘাড়ে আঘাত করব, তখন 'আমর ইবনুল হামাক (রা) বর্ণিত হাদীসটি আমার স্মরণ হলো। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন লোকের জানের নিরাপত্তা দেয়ার পর তাকে হত্যা করলো, কিয়ামতের দিন তাকে বিশ্বাসঘাতকের ঝান্ডা দেয়া হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن رفاعة القتباني (9) قال دخلت على المختار فألقى لي وسادة وقال لولا أن اخي جبريل قام عن هذه لالقيتها لك قال فأردت أن اضرب عنقه فذكرت حديثا حدثنيه أخي عمرو بن الحمق قال قال رسول الله صلى الله عليه وسلم انما مؤمن أمن مؤمنا على دمه فقتله فأنا من القاتل بريء (وعنه من طريق ثان) (10) قال كنت أقوم على رأس المختار (1) فلما عرفت كذبه هممت ان اسل سيفي فأضرب عنقه فذكرت حديثا حدثناه عمرو بن الحمق قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أمن رجلا على نفسه فقتله أعطى لواه الغدر يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান