মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৯৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : যুলুম ও অন্যায় করা থেকে ভীতি প্রদর্শন এবং এবিষয়ে সাহায্য করা প্রসঙ্গে
৯৭. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাবধান! যুলুম করা থেকে দূরে থাক। কেননা, যুলুম কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন ধুয়ায় পরিণত হবে। সাবধান! অশ্লীলতা থেকে দুরে থাক, কেননা, আল্লাহ্ তা'আলা অশ্লীলতা ও কদর্যতা ভালবাসেন না। আর কৃপণতা থেকে দুরে থাক, কেননা এ আহবান তোমাদের পূর্বে জাতিকে হারামকে হালাল করতে উস্কানি দিয়েছে এবং তাদেরকে রক্তপাত ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الظلم والباطل والاعانة عليهما
عن أبي هريرة (2) قال قال النبي صلى الله عليه وسلم اياكم والظلم فإن الظلم ظلمات عند الله يوم القيامة واياكم والفحش فإن الله لا يحب الفحش والتفحش واياكم والشح فإنه دعا من قلبكم فاستحلوا محارمهم وسفكوا دماءهم وقطعوا أرحامهم