মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৯৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৯৫. আবূ রিফা'আ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুখতারের প্রাসাদে প্রবেশ করে তাকে বলতে শুনলাম, একটু পূর্বেই জিব্রাইল (আ) আমার নিকট থেকে উঠে চলে গেলেন। তিনি বলেন, তখন আমি ইচ্ছে করলাম তার গর্দানে আঘাত করব। সে সময় সুলায়মান ইবন মুরাদ (রা) বর্ণিত নবী (ﷺ)- এর একটি হাদীস আমার স্মরণ হলো রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার থেকে কেউ তার জীবনের নিরাপত্তা লাভ করল তুমি তাকে হত্যা করো না, এ হাদীসই তাকে হত্যা করা থেকে আমাকে বিরত রাখে; যে কারণে আমি তাকে হত্যা করা হতে বিরত ছিলাম।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن ابي رفاعة البجلي (6) قال دخلت المختار بن أبي عبيد (7) قصره فسمعته يقول ما قام جبريل إلا من عندي قبل قال فهممت أن أضرب عنقه فذكرت حديثا حدثناه سليمان بن صرد عن النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا أمنك (8) الرجل على دمه فلا تقتله قال وكان قد امني على دمه فكرهت دمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান