মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৯৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৯৪. মু'য়াবিয়া ইব্‌ন আবূ সুফয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেন, ঈমান গুপ্তহত্যাকে নিষিদ্ধ করেছে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن معاوية بن أبي سفيان (5) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الايمان قيد الفتك
tahqiqতাহকীক:তাহকীক চলমান