মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৯৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৯৩. হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি যুবায়র ইব্ন আওয়ামের নিকট এসে বললো, আমি কি তোমার পক্ষ থেকে 'আলীকে হত্যা করবো? তিনি বললেন, তুমি কিভাবে তাকে হত্যা করবে, তার সাথে তো সৈন্যবাহিনী আছে? সে বললো, আমি তার সাথে মিলিত হব, এরপর তার অসতর্ক অবস্থায় তাকে হত্যা করব। তিনি বললেন, না রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঈমান গুপ্তহত্যাকে নিষিদ্ধ করেছে, সুতরাং কোন মুমিন মুমিনকে গুপ্তহত্যা করতে পারবে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن الحسن (2) قال جاء رجل إلى الزبير بن العوام رضي الله عنه فقال اقتل لك عليا؟ قال وكيف تقتله ومعه الجنود؟ قال الحق به فأفتك به (3) قال لا إن رسول الله صلى الله عليه وسلم قال ان الايمان قيد الفتك (4) لا يفتك مؤمن