মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৯২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: বিশ্বাসঘাতকতা, চুক্তিভংগ করা এবং ওয়াদা পূর্ণ না করার প্রতি ভীতি প্রদর্শন
৯২. হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোন শর্ত আরোপ করে তা রক্ষা করার ইচ্ছে না করে, সে ওই ব্যক্তির ন্যায় যে তার প্রতিবেশীকে এমন সম্প্রদায়ের নিকট পাঠিয়ে দেয়, যাদের কোন শক্তি নেই এবং তাদের মধ্যে কেউ তার ক্ষতি করতে চাইলে তা প্রতিহত করার ক্ষমতা কারও নেই।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغدر ونقض العهد وعدم الوفاء به
عن حذيفة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شرط لأخيه شرطا لا يريد أن يفي له به فهو كا المدلى جاره إلى غيره منعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান