মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৮৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৮৪. জুবায়র ইবন মুত'ঈম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! মুনাফিকদের ধারণা, মক্কাতে আমাদের জন্য কোন কাজের পুরস্কার নেই। তিনি বলেন, তোমরা যদি শৃগালের গর্তেও অবস্থান কর, তাহলেও তোমাদের পুরস্কারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, রাসূল (ﷺ) এ সময় তাঁর মাথা আমার দিকে নুইয়ে দিয়ে বলেন, এসব মুনাফিকদের ধারণা মাত্র।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن جبير بن مطعم (10) قال قلت يارسول الله انهم يزعمون انه ليس لنا اجر بمكة (11) قال لتأتينكم اجوركم ولو كنتم في جحر ثعلب (12) قال فاصغي الى رسول الله صلى الله عليه وسلم برأسه فقال ان في اصحابي منافقين
tahqiqতাহকীক:তাহকীক চলমান