মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৮৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৮৫. আবূ 'উছমান আন-নাহ্দী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি 'উমর (রা)-এর মিম্বরের পাশে বসা ছিলাম। তিনি তখন মানুষের উদ্দেশ্য ভাষণ দিচ্ছিলেন, তিনি তার ভাষণে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি এ উম্মতের উপর যে বিষয় ভয় পাচ্ছি, তা হলো- এমন প্রত্যেক মুনাফিক যে মুখে অনেক কিছু বলবে, কিন্তু তার অন্তর ও কাজে সে তা পালন করবে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن أبي عثمان النهدي (14) قال اني لجالس تحت منبر عمر وهو يخطب الناس فقال في خطبته سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اخوف ما أخاف على هذه الأمة (وفي لفظ على أمتي) كل منافق عليم (15) اللسان