মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৮০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৮০. বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত। আল্লাহ্ নবী (ﷺ) বলেন, তোমরা মুনাফিকদেরকে আমাদের নেতা বলো না, সে যদি তোমাদের নেতা হয়, তাহলে তোমরা তোমাদের রবকে ক্রুদ্ধ করবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن بريدة الأسلمي (8) أن نبي الله صلى الله عليه وسلم قال لا تقولوا للمنافق سيدنا فإنه إن يك سيدكم فقد أسخطتم ربكم عز وجل