মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৭৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৭৯. আবু মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশ্য খুতবা দিলেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর বললেন, তোমাদের মাঝে মুনাফিক রয়েছে। সুতরাং আমি যার যার নাম উচ্চারণ করবো, সে যেন দাঁড়ায়। তারপর বললেন, হে অমুক, দাঁড়াও; হে অমুক, দাঁড়াও, হে অমুক, দাঁড়াও; এভাবে তিনি ছত্রিশ জনের নাম বললেন! তারপর বললেন, তোমাদের মাঝে অথবা তোমাদের মধ্যে মুনাফিক রয়েছে। তোমরা আল্লাহকে ভয় কর। বর্ণনাকারী বলেন, সে সময় 'উমর (রা) এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যার নাম ছিল 'মুকান্না', তাকে অনুভূতি দাঁড়াতে বলেছিলেন, তিনি তাকে চিনতেন। তিনি বললেন, তোমার কি হয়েছে? তখন রাসূল (ﷺ) যা বললেন, সে কথা তাকে বললেন তখন 'উমর (রা) বললেন, তোমার ধ্বংস হোক।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن أبي مسعود (4) قال خطبنا رسول الله صلى الله عليه وسلم خطبة فحمد الله وأثنى عليه ثم قال إن فيكم منافقين (5) فمن سميت فليقم ثم قال قم يا فلان قم يافلان قم يا فلان حتى سمى ستة وثلاثين رجلا ثم قال إن فيكم أو منكم (6) فاتقوا الله قال فمر عمر على رجل ممن سمى مقنع (7) قد كان يعرفه قال مالك؟ قال فحدثه بما قال رسول الله صلى الله عليه وسلم فقال بعدا لك سائراليوم
tahqiqতাহকীক:তাহকীক চলমান